ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহীতে ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নাটোরে একজন, জয়পুরহাটে ১৩ জন, বগুড়ায় ১৮ জন, সিরাজগঞ্জে পাঁচজন ও পাবনায় একজন শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগে ১৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে নয়জনেরই বাড়ি বগুড়া। এর বাইরে নাটোরের তিনজন ও নওগাঁর একজন শনাক্ত হয়েছেন। নতুন করে কারও মৃত্যু হয়নি।
বিভাগে এ পর্যন্ত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৮৫০ জন। এদের মধ্যে ২০ হাজার ২৬৭ জন সুস্থ হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৬২ জন।
মেডিসিন বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান বাদশা জানান, শীতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। কয়েকটি কারণে শীতে সংক্রমণ বাড়তে পারে। আর্দ্রতা কমে যাওয়ায় খুব দ্রু ত ড্রপলেট শুকিয়ে যাবে। মাস্ক না পরলে কাশি, সর্দির সঙ্গে আসা জীবাণু বাতাসে বেশি সময় ভাসমান থাকবে। এ ছাড়া শীতে ধুলা বেড়ে যায়। ধুলাও জীবাণুর বাহক হিসেবে কাজ করে। মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব মানতে হবে।