ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধায় এবং যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন তারা। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
পরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে বেলা ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এরপর সকল ভাষা শহীদ এবং যার নামে এ স্কুলের নামকরন করা প্রয়াত শিমুল এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় প্রধান অতিথি রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দীন আহম্মেদ বলেন, এই একুশে ফেব্রুয়ারিতে আমরা শপথ গ্রহণ করি যে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলবো।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির চারুকলা অনুষদের অধ্যাপক ড. এএইচএম তাহমিদুর রহমান।
সম্মানিত অতিথি ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড এর প্রাক্তন জি.এম তাপস কুমার মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমা রহমান, অধ্যক্ষ বিরাজ আহমেদ প্রমুখ।
এ অনুষ্ঠানে মাতৃভাষা শিক্ষার উপরে জোর দেওয়া হলেও বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনের জন্য শিশুদের ইংরেজি শিক্ষা বিষয়ক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন বইটির রচয়িতা এম.এ.মান্নান খান।
এরপর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ মান্নান খান।