ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ফরহাদ (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা মল্লিকপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-৫ জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ২নং ওয়ার্ড এর অর্ন্তগত আলীপুর জুম্মা মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল ফোন (যাহাতে ০২ টি সীম কার্ড সংযুক্ত) জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-২৮, তারিখ- ২০ জুলাই, ২০১৫; জি আর নং-২২৫/২০১৫, সময়- ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১)এর ১(ক) বিচারাধীন । সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত।