ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মাঝে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর রেলগেটে প্রায় ৭০/৮০ সিএনজি ভাংচুরের ঘটনা ঘটেছে।এসময় প্রায় ৪০ জন সিএনজি চালককেও পিটিয়ে আহত করা হয়েছ।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্ব-ঘোষিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির প্রত্যক্ষ নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়েছে,
হামলায় আহত সিএনজি চালক আব্দুস সালাম জানান, প্রতিদিনের মত আমরা সিএনজি নিয়ে যাত্রীর জন্য নগরীর রেলগেট স্টান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ প্রায় শতাধিক বাস শ্রমিক রড, হাতুড়ি,রামদা নিয়ে ও নেতা পাখি দুটি পিস্তুুল হাতে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে। এতে আমাদের প্রায় ৭০/৮০ টি সিএনজি ভাংচুর করা হয়েছে এবং আহত ৪০ জনের অধিক সিএনজি চালক পিটিয়ে আহত করেছে।
সিএনজি চালক হাসিবুল ইসলাম বলেন, হঠাৎ করেন বাস শ্রমিক নেতা পাখির নেতৃত্বে শতাধিক শ্রমিক চারিদিক থেকে ঘিরে আমাদের উপর হামলা চালিয়ে সিএনজি ভাঙ্গতে শুরু করে।এই সময় তাদের হাতে লাঠি, লোহার রড, হাতুড়ি ছিলো এবং পিস্তলও ছিলো বলে জানান এই চালক। তারা প্রায় ঘন্টাব্যাপী নারকীয় ভাংচুর চালায়।
এতে প্রায় ৮০ টি সিএনজি ক্ষতিগ্রস্থ ও ৪০ জন চালক আহত হয়েছে।
তিনি বলেন,রফিকুল ইসলাম পাখি সিটি মেয়র লিটনের কাছের লোক ছিলেন।লিটনের প্রতিটি প্রোগ্রামের স্টেজে লিটনের কাছাকছি থাকতেন।এমন বহু ছবি মিডিয়াসহ সবার নিকট আছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে থেকে পাখি ভোল্ট পাল্টিয়ে বিএনপি নেতা বনে গেছে এবং সহিংসতা সৃস্টি করে স্বৈরাচার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।
সিএনজি চালকরা বলেন, তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। গত ১৬ ডিসেম্বর তানোরের ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা এই ঘটনার ক্ষতিপূরণ ও হামলায় জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত কোন রুটে বাস চলাচল করতে দেওয়া হবেনা বলে ঘোষণা দেওয়া হয়।
সিএনজি মালিক সমিতির সহ-সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৮০ টির অধিক সিএনজি বাস শ্রমিকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। চালক প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা এর ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি। পাশাপাশি এর সুষ্টু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে কোন রুটে বাসচলাচল করতে দেবো না।
এই ঘটনার বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর তানোরে সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের হামলায় পাঁচ বাস শ্রমিক আহত হন। এ ঘটনার পর সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুর ১টার দিকে শ্রমিকেরা নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় লাঠিসোটা হাতে রাস্তায় নামেন। তারা রাস্তার উপর এলোমেলো করে বাস রেখে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের শান্ত করে এবং সড়ক ছেড়ে দেয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew