ধূমকেতু প্রতিবেদক : ‘উদ্ভাবনে উদ্যোগী হও পৃথিবী বদলে দাও’ এই প্রতিপাদ্যে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আয়োজিত দুই দিনব্যাপী “৯ম অন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪”এর সমাপনী অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম. এ মান্নান খানের সভাপত্বিতে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. এস. এম আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর হুমায়ূন কবীর, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. তারেক হাসান আল-মাহমুদ।
অনুষ্ঠানে আয়োজক ছিলেন, রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান।
আহ্বায়ক ছিলেন, রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ কামনা রানি, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ তুহিনা পারভীন ইলা, উপরভদ্রা শাখার সহকারী অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলনসহ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
“৯ম অন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪” এ তিনটি গ্রুপে প্রকল্প উপস্থাপনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং Best Project Showcasing, Best Presenter নির্বাচিতদের পুরস্কৃত করার মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew