ধূমকেতু প্রতিবেদক : সারা দেশের ন্যায় রাজশাহীতেও ন্যায্য মূল্যের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল ১১টা থেকে ৫ জন ডিলারের মাধ্যমে রাজশাহীর ৬টি স্থানে এ টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিন সকাল থেকে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বল্পমূল্যের টিসিবির পণ্য নিতে দেখা যায় ক্রেতাদের। প্রথম পর্যায়ে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক, কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানার সামনে, কোর্ট, কোর্ট স্টেশন ও নওদাপাড়া বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
এবার রাজশাহীতে টিসিবির পণ্যের মধ্যে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০টাকা, চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা। টিসিবির পন্য বিক্রি শুরু করায় ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছে বলেও জানিয়েছেন।
এদিকে, তিনজন পুলিশ পাহারায় টিসিবির পণ্য বিক্রি করা হলেও মানা হচ্ছে না সামাজিক দুরুত্ব। টিসিবির পণ্য নিতে আসা লোকজন লাইনে দাঁড়ালেও তাদের মধ্যে থাকছে না দুরত্ব। এসে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থেকেই যাচ্ছে। তবে ডিলাররা বলছেন যতটুকু সম্ভব আমরা সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছি।