ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বে-গ্রুপ ও আমির গুলজান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মাণাধীন বিভিন্ন মসজিদে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বে-গ্রুপ ও আমির গুলজান ফাউন্ডেশনের সহ-সভাপতি, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোজাম্মেল হক সরদার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।
বিশেষ অতিথি ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ইউসুফ আলী, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাস্টার শাহিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অধ্যাপক এমরান আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, বে-গ্রুপ ও আমির গুলজান ফাউন্ডেশনের সদস্য এস.এম. আশরাফুজ্জামান, আজমির হোসেন, হেদায়েত করিম, মহসিন হোসেন প্রমুখ।
এসময় বে-গ্রুপ ও আমির গুলজান ফাউন্ডেশনের সদস্য, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকারসুধিজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বে-গ্রুপ ও আমির গুলজান ফাউন্ডেশনের পক্ষ থেকে গনিপুর ইউনিয়নের তিনটি জামে মসজিদে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। মসজিদগুলোর মধ্যে হাসনিপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নে ৮০ হাজার, একডালা মধ্যপাড়া জামে মসজিদে ৬০ হাজার এবং মহব্বতপুর জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নে ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।