ধূমকেতু প্রতিবেদক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশও কমাতে পারছে না পেঁয়াজের দাম। রোববার থেকে টিসিবির কয়েটি পণ্যসহ স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হলেও এর প্রভাব পড়েনি নগরীতে। টিসিবির পেঁয়াজ দেয়া হলেও হুহু করে বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তবে টিসিবির বিক্রি করা পেঁয়াজ নিম্নমানের বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ক্রেতারা বলছেন, এই পেঁয়াজ নিয়ে যাওয়ার পর দুদিনও থাকছে না। সব টিসিবির পেঁয়াজ দু’দিন যেতে না যেতে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও চাহিদা অনুযায়ী নগরীতে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না। তবে ক্রেতারা লাইনে দাঁড়িয়ে থাকছেন কিন্তু পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে। প্রখর রোদের মধ্যে দাঁড়িয়েও অনেকে পেঁয়াজ পাচ্ছেন না। এতে পেঁয়াজ না পাওয়া ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, নগরীতে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আগামি তিন মাস অন্য জেলা থেকে পেঁয়াজ আমদানি করা না হলেও রাজশাহীতে ঘাটতি পড়বে না।
জানা গেছে, সারাদেশের ন্যায় রাজশাহীতেও পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকার স্বল্পমূল্যের এই টিসিবির পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়। সারাদেশের ন্যায় নগরীতেও ৫টি স্থানে ডিলারের মাধ্যমে গত রোববার থেকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়। প্রথম পর্যায়ে গত রোববার থেকে নগরীর ভুবনমোহন পার্ক, কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানার সামনে, কোর্ট, কোর্ট স্টেশন ও নওদাপাড়া বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হয়। আর এবার টিসিবির পণ্যের মধ্যে প্রতিকেজি পেঁয়াজ ৩০ টাকা, চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হয়। এবার জনপ্রতি দুই কেজি পেঁয়াজ নির্ধারণ করে দেয়া হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কিন্তু নিম্নমানের পেয়াজ হওয়ার কারণে ক্রেতারা দুইকেজি করে পেঁয়াজ নিচ্ছেন না। প্রথম দিনে তারা বেশি করে পেয়াজ নিলেও পচে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ক্রেতারা এক কেজির বেশি পেঁয়াজ নিতে চাচ্ছেন না।
তবে টিসিবির পণ্য বিক্রি করা ট্রাকের কর্মচারিরা বলছেন, ডিলার তাদের যা দিয়েছে তারা সেগুলোই বিক্রি করছেন। ডিলাররাও বলছেন, তাদের যে পেঁয়াজ দেয়া হয়েছে তারা সেগুলোই বিক্রি করছেন।
এদিকে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা না থাকায় নগরীতে পেঁয়াজের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করছেন। পেঁয়াজ সংকটের ওযুহাতে ক্রেতারা ইচ্ছেমত দাম বাড়ালেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে রাজশাহীর পেঁয়াজের বাজার দিনদিন অস্থিতিশীল হয়ে উঠছে এমনটা মনে করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, চাহিদামত তারা পেঁয়াজ পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন তা দিয়ে চাহিদা পুরণ হচ্ছে না। আর পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে। যার কারণে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
অপরদিকে গত তিনদিন থেকে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি করা হলেও বাজারে এর প্রভাব পড়েনি। বিশেষ করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হলেও বাজারে পেঁয়াজের দাম বাড়ছেই। গত তিনদিন আগে পেঁয়াজের যে দাম ছিল এখন তার থেকে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। গত কয়েকদিন আগেও নগরীর বাজারগুলোতে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ চলতি সপ্তাহে এসে দাম একশ’র ঘরে পৌঁছে গেছে। বাজারে তিন ধরনের পেঁয়াজের মধ্যে দেশি জাতের পেঁয়াজের এতোটাই ঝাঁঝ যে এই পেঁয়াজের ধারের কাছে যেতে পারছে না মানুষ। দেশি জাতের পেয়াজ এক লাফে একশ টাকা কেজিতে পৌঁছে গেছে। এছাড়া অন্যান্য জাতের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
এব্যাপারে রাজশাহীর নওদাপাড়া টিসিবির পণ্য বিক্রি করা ডিলাম আশরাফুল হক জানান, আমাদেরকে ৩শ’ কেজি পেঁয়াজ দেয়া হয়। আর বস্তা থেকেই বের হয় পচা পেঁয়াজ। প্রতিবস্তায় তিন চার কেজি পচা পেঁয়াজ পাওয়া যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ক্রেতারা কেনো টিসিবির পেঁয়াজ পাচ্ছে না জানতে চাইলে তিনি জানান, সবাই পায় তবে দুএকজন বাদ যেতে পারে।
বিষয়টি নিয়ে কথা বলা হয়, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে। তিনি বলেন, টিসিবির পণ্য নিয়ে অভিযোগ থাকায় এ সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়ে বসা হয়েছে। এছাড়াও কেনো ক্রেতারা পেঁয়াজ পাচ্ছে না সে বিষয়েও কথা বলা হয়েছে। ডিলাররা যদি ক্রেতাদের ঠিকমত পেঁয়াজ না দেয় তাহলে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাজার মনিটরিংয়ের ব্যাপারে তিনি বলেন, জেলা, উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করার জন্য টিম গঠন করা হয়েছে। তিনি আরো জানান, রাজশাহীতে পেঁয়াজের ঘাটতি নেই। রাজশাহীতে যে পেঁয়াজ মজুদ আছে তা দিয়ে আগামী তিন মাস চলে যাবে। আর ব্যবসায়ীরা যদি পেঁয়াজের দাম নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।