ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাজারে পেয়াজের ঝাঝের সাথে বেড়ে চলেছে সব ধরনের শাকসবজির দাম। শীতের আগাম জাতের নতুন সবজি বাজারে উঠলেও দামের উপর প্রভাব পড়েনি। নতুন সবজি বাজারে উঠলেও দাম বেড়েই চলেছে। এতে নাজেহাল হচ্ছেন মানুষ। রাজশাহীর পেঁয়াজের বাজারে এখনো ঝাঁঝ কমেনি। বরং দিন দিন পেঁয়াজের ঝাঁঝ বেড়েই চলেছে। ভারতের সীমান্তে আসার অপেক্ষায় ট্রাকগুলোতে পচছে পেঁয়াজ। আর এপারে ঝাঁঝ বাড়ানো হচ্ছে। পেঁয়াজ আটকে থাকার সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণির ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছেন। তবে আগামী দুএকদিনের মধ্যে ভিবিন্ন দেশ থেকে পেঁয়ার আসার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে পেঁয়াজ ঢুকলে দাম কমে আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টটা।
মাঝখানে ভারত থেকে কিছু পেঁয়াজ আসার পর কিছুটা দাম কমার পর খুচরা বাজারে আবার বেড়েছে পেঁয়াজের দাম। দাম বেড়ে দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকায় উঠেছে। পেঁয়াজের বাড়তি দামের সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গত ১৪ সেপ্টেম্বর ভারত হুট করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে সীমান্তে পেঁয়াজ বোঝাই অসংখ্য ট্রাক আটকে যায়। যায় ফলে দেশি পেঁয়াজের কেজি ১১০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকায় ওঠে। অবশ্য তিনদিন পর আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশকে দেয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এতে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে কেজি ৮০ টাকায় নেমে আসে। ভারতীয় পেঁয়াজের কেজি নামে ৬০ টাকায়। তবে ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ নষ্ট হওয়ায়, দু’দিন ধরে আবার পেঁয়াজের দাম বেড়েছে। এছাড়াও বাজারে তেলের দাম বেড়েছে লিটার প্রতি দুই থেকে তিন টাকা। সবজির দাম গত দুমাস থেকে উর্ধগতির দিকেই রয়েছে। শীতকালীন সবজি বাজারে উঠলেও দামের কোনো ফরাক নেই। আগের মতই বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।
শুক্রবার রাজশাহী নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।
ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম মাঝে কিছুটা কমেছিল। কিন্তু ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ নষ্ট। এ কারণে আবার দাম বেড়েছে। সামনে হয়তো পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। তবে এবার গতবছরের মতো হবে না বলে মনে হচ্ছে। ভারত যে পেঁয়াজ দিয়েছে তা ভালো হলে দাম কমে যেত। কিন্তু ভারত থেকে আসা পেঁয়াজ ট্রাকের মধ্যেই বস্তা ধরে পচে গেছে। ওই পেঁয়াজ ঢাকার বাজারে আসেনি। এ কারণে পেঁয়াজের দাম আবার কিছুটা বেড়েছে।