ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থা ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, তানোরে চলতি ২০২০-২০২১ অর্থবছরে তৃতীয় পর্যায়ে স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ টেস্ট রিলিফ টিআর ৩১টি প্রকল্প এবং কাবিটা ৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর কঠোর অবস্থান এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের কঠোর নজরদারির ফলে এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নে রাতারাতি এসব এলাকায় যোগাযোগের ব্যাপক পরিবর্তন দেখা গেছে। তানোরের কলমা, পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন কিছু প্রকল্প রয়েছে, যেখানে দেশ স্বাধীনের পরে কোনো উন্নয়ন কাজ (মাটির) পৌচ্ছেনি।
এদিকে দীর্ঘদিন পরে এসব গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটের দৃশ্যমান ব্যাপক উন্নয়নে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সরেজমিন কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামে দেখা গেছে, ভালুকাকান্দর মুনসুরের বাড়ি হতে গিয়াসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও এইচবিবি করণ কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি আবু সাঈদ বলেন, এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে যাবে। ভালুকাকান্দর গ্রামের জহির উদ্দিন (৫৫), আব্দুস সালাম (৪৫) ও সহীদুল ইসলাম(৩০) বলেন, এবার এসব উন্নয়ন কাজের মান নিয়ে তারা সন্তুষ্ট।
তারা বলেন, এই রাস্তা গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।