ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির সদস্য ড্রাইভার লোকমান হোসেন (হ্যাভেন) এর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর নগরীর রেলগেট সংলগ্ন পিকআপ স্টান্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি শামিম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সম্রাট, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, কোষাধ্যক্ষ ফারুক, সহ কোষাধ্যক্ষ রতন আলি, সড়ক সম্পাদক সোহাগ, প্রচার সম্পাদক সোহেল শেখ ডানু, দপ্তর সম্পাদক রঞ্জন রায়, কার্যকরী সদস্য রফিক, মানিক, করিম, মাসুদ, দুলাল, রুবেল প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, রাজশাহী রেলওয়ে স্টেশন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমান।