ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হল শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার (২২ জানুয়ারী) থেকে আগামী দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং সকল ক্লাস অনলাইনে চলবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে ক্লাস গুলো অনলাইনে চলবে। দুই সপ্তাহ পরে করোনা সংক্রমণ কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক।
তিনি আরও জানান, যেসকল বিভাগে পরীক্ষা বাকি আছে বিভাগের চেয়ারম্যান ও ডীনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।