ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ নারী শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছে। গ্রামীণ পরিবেশেও শহরের মতো আধূনিক ও মানসম্মত পাঠদান দেয়া হচ্ছে। অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ, নেই কোনো হৈহুল্লোড়, নেই কোনো কোলাহল একদম নিরব-নিস্তব্ধ।
তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে অবস্থান প্রতিষ্ঠানটির। গ্রামীণ পরিবেশ তবে শহরের মতো আধূনিক মানসম্মত পাঠদানের কোনো কমতি নেই। শহরের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের যেসব আধুনিক সুযোগ-সুবিধা বা উপকরণ থাকে সেই সুযোগ-সুবিধা বা উপকরণ হয়তো বা এখানে নেই।
তবে পাঠদানের ক্ষেত্রে ঐসব প্রতিষ্ঠান থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। প্রতিষ্ঠানটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। যারা বিষয় ভিত্তিক মানসম্মত আধূনিক পাঠদানের মাধ্যমে প্রতিটি পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন। অধ্যক্ষ আনিছুল হকের আন্তরিক প্রচেষ্ঠা, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের সহায়তায় কলেজটিতে শিক্ষা উপযোগী পরিবেশ বিরাজ করছে। এই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্ঠায় সম্ভব হচ্ছে শতভাগ উপস্থিতিতে টেকশই পাঠদান মূল্যায়ন এবং শিক্ষার্থী ও অভিভাবক পর্যায়ে স্বপ্ন বিনির্মাণ। উন্নত ও বাস্তব সম্মত শিক্ষার জন্য চলছে, প্রশিক্ষণ ও বিশ্লেষণ।
জানা গেছে, কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজের মাধ্যমে এই জনপদের মেয়েদের ঘরের পাশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। শহর বা গ্রাম বলে কোনো কথা নয় প্রতিষ্ঠান প্রধানের স্বদিচ্ছা থাকলে যে কোনো স্থানে সুন্দর পরিবেশে সৃষ্টি ও মানসম্মত শিক্ষা প্রদান করে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা যায় কাজীপাড়া আইডিয়াল ওমেন টেকনিক্যাল কলেজ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
অত্র কলেজে বিভিন্ন বিষয়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, খেলা-ধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করা হয় এতে একদিকে শিক্ষার্থীরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে অন্যদিকে যুগোপযোগী সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে উঠছে। কলেজটি তার অবকাঠামো, শিক্ষাউপকরণ, প্রশিক্ষিত জনবল, শিক্ষার্থী ও পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল ধরে রেখেছেন।
এবছর এই প্রতিষ্ঠান থেকে রংপুর জেলার মধ্যে এইচ,এস,সি (বি,এম,টি) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক ছাত্রী (৩৬জন) জি,পি,এ ৫ অর্জন করেছে। এসব বিবেচনায় কলেজটি দ্রুত সরকারী করণের দাবি করেছেন উপজেলাবাসী।
আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার, তাই এই জনপদের মানুষের দাবি এই কলেজটি সরকারী করণ করে, নারী শিক্ষা বিস্তারে আরও বেশী অবদান রাখার, সুযোগ করে দিবেন সরকার, বলে তারা আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আনিছুল হক বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমার এই প্রতিষ্ঠানের শিক্ষকরা মানসম্মত শিক্ষা প্রদানে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের একটা একাডেমিক ভবন ও একটি কম্পিউটার ল্যাব প্রয়োজন, তাহলে আমরা শিক্ষা বিস্তারে আরো বেশী অবদান রাখতে পারবো। আমি এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।