ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১১ মে’র মধ্যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নিম্নমাধ্যমিক প্রতিষ্ঠানের ২০২০ সালের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানে ২০২১ সালে ভর্তি হলে শিক্ষার্থী কর্তৃক আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করতে হবে।
HSP-Mis এ প্রবেশ করে মেনুবার অনুসরন করে ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করতে হবে।
‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ বাটনে ক্লিক করতে হবে।
‘শ্রেণি’ অপশনে ক্লিক করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করতে হবে।
শিক্ষার্থীর নামের তালিকায় কার্যক্রমের নিচে কলম বাটনে ক্লিক করতে হবে।
বদলিকৃত শিক্ষার্থীর তথ্য অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা, বদলি প্রতিষ্ঠান সিলেক্ট করে ‘শিক্ষার্থী ট্রান্সফার’ বাটনে ক্লিক করে শিক্ষার্থী ভর্তিকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হবে।