ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের স্নাতক ১ম বর্ষের সি-ইউনিট-বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ১০ হাজার ৭৪১ শিক্ষার্থী৷ যা এ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ২৪.৩০ শতাংশ। এদিকে এই ইউনিটের মোট শিক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে ৩৩ হাজার ৪৪৭ জন উপস্থিত হন। এই হিসাবে উপস্থিতির হার ৭৫.৬৯%।
সি-ইউনিট-বিজ্ঞান শাখার যথাক্রমে ১ম শিফট সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা, ২য় শিফট ১২ টা থেকে ১ টা ও ৩য় শিফটের পরীক্ষা বিকেল ৩ টা থেকে শুরু হয়ে ৪ টায় শেষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ টি একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. একরামুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিক্ষা চলাকালীন সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।