ধূমকেতু প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১। দিবসটি উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনের শুরুতে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ০৯ টার দিকে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।
রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি রুয়েট, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ রুয়েট, রুয়েট শাখা ছাত্রলীগ, রুয়েট কর্মচারী সমিতি, বিভিন্ন হলের প্রভোস্ট পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর পরপরই ক্যাম্পাসে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করা হয়।
সকাল ১০ টার দিকে রুয়েটের শারীরিক শিক্ষা বিভাগে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে খেলাধুলার উদ্বোধন করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
এরপর বেলা সাড়ে ১১ টার দিকে রুয়েটের শারীরিক শিক্ষা বিভাগে “মহান বিজয় দিবস” শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণী করেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মহান বিজয় দিবস ২০২১ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিঊল আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন, রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইমদাদুল হক, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নিয়ামুল বারী, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. আব্দুল আলীম, প্রফেসর ড. এন.এইচ.এম. কামরুজ্জামান সরকার, প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তফী, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত।
আরও উপস্থিত ছিলেন, কম্পিউটার সেন্টারের ইনচার্জ প্রফেসর ড. আলী হোসেন, উপ পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি রুয়েট এর আহ্বায়ক আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট ছাত্রলীগের মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু , রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ আব্দুল্লাহ আল মামুন শুভসহ দপ্তর/বিভাগ/শাখা/হলপ্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ ভবনসমূহে আলোকসজ্জাকরণ করা হয়। এছাড়াও হল সমূহে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।