ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পাশ্চাত্যকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি ইরানের ব্যাপারে সাবেক মার্কিন সরকারের ব্যর্থ নীতি থেকে অর্থবহ দূরত্ব বজায় রাখার জন্যও পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
আব্দুল্লাহিয়ান সোমবার রাতে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। টেলিফোনালাপে দু’দেশের দুই শীর্ষ কূটনীতিক ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
ভিয়েনা সংলাপে ইরানের প্রতি সমর্থন দেয়ায় চীনকে ধন্যবাদ জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, সংলাপে পাশ্চাত্যকে বাস্তবসম্মত অবস্থান গ্রহণ করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়টি যাচাইযোগ্য হতে হবে।
টেলিফোনালাপে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ইরানের চরম ক্ষতি হওয়ায় দুঃখ প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বলে ভিয়েনা সংলাপে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং। চীন সরকার তার এ অবস্থান থেকে সরে আসবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী চলমান শীতকালীন বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করায় ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববাসী এবার একটি চমকপ্রদ ও নিরাপদ অলিম্পিক দেখতে পাবে। ইরান বেইজিং অলিম্পিকে ব্যাপক সাফল্য দেখাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অদূর ভবিষ্যতে ইরান ও চীনের সম্পর্ক আরো ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন ওয়াং ই।