ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি ফুটবল দল নিয়ে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের আসর বসছে (বিপিএল)।
উদ্বোধনী দিনে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্রগাম আবাহনী ক্রীড়া চক্র অংশ নেবে।
এছাড়াও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ পুলিশ এফসি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা এস কে সি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, উত্তরা বারিধারা ক্লাব, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ এম এফ এস, শেখ রাশেল ক্রীড়া চক্র লিমিটেড, শেখ জামাল ডিসি লিমিটেড, আবাহনী লিমিটেড ঢাকা অংশ নেবে।
শুক্রবার (১৮ ফ্রেরুয়ারী) বেলা ১২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা অনিবার্যকারন বশতঃ স্থগিত করা হয়েছে।
দীর্ঘ কয়েক বছর পরে রাজশাহীতে একটি বড় ধরনের আসর বসছে তাই সকল সাংবাদিকবন্ধুগণকে এই লীগের ব্যাপক প্রচার করার জন্য রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুরোধ করেছেন।
সেই সংগে তিনি ভিআইপি সংরক্ষিত রেখেছে আর বাকী গ্যালারীগুলি খেলা দেখার স্বার্থে উন্মুক্ত রাখা হয়েছে ও প্রেসবক্স সাংবাদিকসহ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে।
এই খেলা দেখার জন্য তিনি রাজশাহীবাসীকে আন্তরিক ভাবে অনুরোধ জানিয়েছেন।