ধূমকেতু নিউজ ডেস্ক : দুই দলের শিরোপা জয়ের মাঝে দুরত্ব শুধু ফাইনাল। সেই ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫ টায় মুখোমুখি সেরা দুই দল। টস জিতে শিরোপা জেতার জন্য আগে ব্যাটিং করাকেই শ্রেয় মনে করলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
ভিক্টোরিয়ান্সদের সামনে আজ বিপিএলের তৃতীয় শিরোপার হাতছানি। ইমরুলেু সামনেও সুযোগ আছে মাশরাফির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের অধিক শিরোপা জয়।
বরিশালের কান্ডারি সাকিবের সামনে অধিনায়ক হিসেবে এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজির জন্য প্রথম শিরোপা জয়ের সুযোগ।
জানুয়ারির ২১ তারিখ শুরু হওয়া এবারের বিপিএলে অংশ নেয়া ৬ দল থেকে সেরা দুই দল হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল আর কুমিল্লা। এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। আর তৃতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারিয়ে নিজেদের বিপিএল অধ্যায় শুরু করেছিলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচে আলাদা করে নজর থাকবে বরিশালের কান্ডারি সাকিবে ওপর। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা উপহার দেয়া সাকিব আজ ফাইনালে নিশ্চয় নিজের দলকে দিতে চাইবেন শিরোপার স্বাদ। এছাড়াও বরিশালের পেস বোলিং জুটি মেহেদী হাসান রানা আর শফিকুল ইসলামও থাকবেন রাডারে। আফগান স্পিনার মুজিবর রহমানও কম যান না বোলিংয়ে। আবার টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৭ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় নামটাই বরিশালের ডোয়াইন ব্রাভোর। সাথে বরিশালের ভক্ত সমর্থকদের অপেক্ষা থাকবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব গেইলের ব্যাটের ঝড়ের দিকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে বিপিএলের ২টি ট্রফি তুলেছেন তাদের ঘরে। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে বরিশালের আরেক ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলস কে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে শিরোপা জিতেছিলো কুমিল্লা। এরপর ২০১৯ সালে বিপিএলের সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ঘরে তোলে তাদের দ্বিতীয় শিরোপা। এবার তাদের সামনে হাতছানি তৃতীয় শিরোপা অর্জনের তবে সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে প্রথম শিরোপা জয়ের আশায় বিভোর থাকা সাকিব আল হাসানের বরিশাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, সুনীল নারাইন, ফ্যাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়, মঈন আলী, আরিফুল হক, আবু হায়দার রনি, শহীদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, মুজিবর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।