ধূমকেতু প্রতিবেদক : জেলহত্যা দিবস উপলক্ষ্যে পুঠিয়া পৌরসভার আয়োজনে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও মানবভোজ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে পুঠিয়া পৌরসভা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু করে পৌরসভার কর্মকর্তারা। পৌর মেয়র রবিউল ইসলাম রবির সভাপতিত্বে বক্তব্য দেন, সকল ওয়ার্ডের কাউন্সিলরা।
এসময় মেয়র রবিউল ইসলাম (রবি) বলেন,‘বঙ্গবন্ধু হচ্ছেন সূর্য্য সন্তান আর চারদিগন্তের জোতিষ্ক পুরুষ আমাদের জাতীয় চার নেতা। ৩রা নভেম্বরের কথা আসলে অবধারিতভাবে ১৫ আগস্টের কথা এসে যাই। পচাঁত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। পনেরই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ.এইচ.এম কামারুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
এর আগে এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ নির্মম ও বর্বরোচিত ঘটনা পৃথীবির মাঝে বিরল। জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে।
বক্তব্য শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও মানবভোজ বিতরণ করা হয়।