ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে জার্মানিতে যুদ্ধ বিরোধী বিক্ষোভ করলেন এক লাখের বেশি মানুষ। রোববার (২৭ ফেব্রুয়ারি) বার্লিনের রুশ দূতাবাসের সামনে তারা অবস্থান নেন।
একই দিন জার্মান চ্যান্সেলরও ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার কথা ঘোষণা করেন। তিনি কিয়েভে এক হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০ স্ট্রিংগার মিসাইল পাঠানোর আশ্বাস দেন।
রাজধানীতেই ছিল সবচেয়ে বড় সমাবেশ। বিক্ষোভকারীরা ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে জমায়েত হন। এসময় ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, সেই শ্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ জার্মানরা। নিজ দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের পতাকা বহন করছিলেন অনেকে। গণ-বিক্ষোভের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।