ধূমকেতু নিউজ ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের লেকে ভাসানো দৃষ্টিনন্দন দুটি ‘গয়না নৌকা’ তৈরিতে ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নৌকা দুটি তৈরি করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন লেকে মুজিববর্ষের লোগো খচিত নৌকা দুটি ভাসানো হয়।
নৌকা দুটি ২৭ ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া। এই নৌকায় একসঙ্গে ২০ জন মানুষ উঠতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে নৌকা দুটি তৈরি করা হয়। এর ডিজাইনও তিনি করেছেন। পরে প্রখ্যাত শিল্পী হাশেম খান চূড়ান্ত ডিজাইনটি করেছেন। তৈরির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এটি দেখে সম্মতি দিয়েছেন। মুজিববর্ষ চলাকালীন অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে নৌকা দুটি পরিচালিত হবে। পরবর্তীতে সংসদ সচিবালয় ও পর্যটন কর্পোরেশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
এদিকে ৪০ লাখ টাকা ব্যয়ের খবর প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হয় সমালোচনা। দুটি নৌকা তৈরিতে এই পরিমাণ টাকা খরচ অস্বাভাবিক বলে মন্তব্য করেন অনেকে। আবার এত টাকা দিয়ে নৌকা বানানোতে ‘অনিয়ম’ হয়েছে বলেও সন্দেহ অনেকের।
গণমাধ্যমকে দেয়া সংশ্লিষ্টদের ভাষ্যমতে, নৌকা দুটি তৈরির ৪০ লাখ টাকার মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিভিন্ন কর হিসেবে সরকারের কোষাগারে জমা হয়েছে। বাকি টাকা চারুকলার শিল্পীদের দিয়ে নৌকা তৈরিতে খরচ হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্য। নদীমাতৃক বাংলাদেশে নৌকা এদেশের সভ্যতা ও সংস্কৃতির একটি মৌলিক উপাদান। ঐতিহ্যবাহী নৌকাগুলো টিকিয়ে রাখার জন্য নিয়মিত নৌকা-বাইচ, নৌকা-মেলা এবং নৌকা জাদুঘর স্থাপনের উদ্যোগ নিতে হবে।