ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন রোজাকে সামনে রেখে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী স্বচ্ছলতা এসোসিয়েশন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর কোর্ট এলাকার লোটাস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. শামসুল আলম।
তিনি বলেন, দল মত নির্বিশেষে আমরা মানুষ। রোজার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সবার সাথে। সেই সাথে স্বচ্ছলতার এমন আয়োজনে সাধুবাদ জানায় তিনি।
তিনি আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানব কল্যাণে নিয়োজিত থাকতে চান।
এসময় উপস্থিত ছিলেন, আজকের ইভেন্ট চেয়ার রাকিবুল ইসলাম, কো-চেয়ার শরিফুল, প্রজেক্ট ডিরেক্টর তাসনিম ওয়াহিদ, আহ্বায়ক নাজমুস সাকিব, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি সরফরাজ জোবায়ের।
আরও উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের প্রচার ও প্রচারনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া সিফা।
এছাড়াও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, চিফ কো-অর্ডিনেটিং ডিরেক্টর ডা. রকিবুল হান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সি।