ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে রাজশাহীতে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌছাতে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, রাত ৮টায় নগর ভবনে মেয়রদপ্তরকক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের নেতৃত্বে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবাধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।
আরও উপস্থিত ছিলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ।