ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগর কৃষক লীগের ৫টি থানা ও ৩৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতবৃন্দকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন রাসিক মেয়র। প্রতি বছরের ন্যায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই আয়োজন বলে জানান সিটি মেয়র।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।