ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।
রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোদোনেৎস্ক এবং লাইসিচানস্ককে ধরে রেখেছে।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেৎস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারোদনেস্ক একটি।
এ ছাড়া লুহানস্কের গভর্নর সেরহেই গাইদাই বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভারোদনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। এ ধাপের যুদ্ধের লক্ষ্য ইউক্রেনের দক্ষিণ ও পুরো দোনবাস দখল। এসব অঞ্চলের দখল পেলে যুদ্ধজয়ের দাবি করবে রাশিয়া। রুশ আগ্রাসনে ৬০ লাখ ইউক্রেন নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন।