ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো, মাহবুব(৫২), মালেক(৪৮), বাবু(৪৯) ও মাহফুজুল ইসলাম(২৯)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (২৩ মে) রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই কাজী জাকারিয়া ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আপেল ডেকোরেটরের মোড় মহিষবাথান এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে। এ সময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।