ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন মঙ্গলবার (২৪ মে) বিকেলে বিমানযোগে এসে রাজশাহী বিমানবন্দরে নামলে তাকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীসহ অন্য সদস্যগন।
এর পর তিনি বিকেএসপির জায়গা পরিদর্শন যান এবং কিছু সময় অবস্থান করেন ও দ্রুত কাজ শুরু করায় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও তিনি বিভিন্ন ক্রীড়া স্থাপনাও পরিদর্শন করেন। পরে তিনি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণের সাথে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে মতবিনিময় সভায় মিলিত হন।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী রাজশাহীতে আন্তর্জাতিক ভেন্যুসহ রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অধীনে শহীদ লেঃ কর্ণেল শেখ জামাল ইনডোর স্টেডিয়াম, নতুন ফ্লাড লাইট স্থাপন, গ্যালারীগুলি সংস্কার, বাউন্ডারী ওয়াল সহ রাস্তা নির্মাণ, সুইমিংপুলে ফিল্টার মেশিনসহ রিজার্ভ ট্যাংকি, সুইমিং ট্যাংকির টাইলস পরিবর্তন, হোষ্টেল ভবন নির্মাণ ও জিমনাসিয়াম ভবনের সংস্কারসহ গুরুত্বপূর্ণ দাবীগুলি তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল তার দাবীগুলি বাস্তবায়ন করার জন্য সচিবকে অনুরোধ জানান। এছাড়াও তিনি বলেন, বিকেএসপি করার জন্য ৬৪ কোটি টাকা পাওয়া গেছে আজ ক্ষতিগ্রস্থ ২৩ টি পরিবারকে ৮ কোটি টাকা উপরে সচিব মহোদয়ের হাত দিয়ে বিতরণ করা হয়েছে।
বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ এনডিসি বলেন, রাজশাহী নগরীকে ক্রীড়া নগরী করতে চাই কাজেই আপনার একান্ত সহযোগিতা প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থার দাবীগুলি গরুত্বপূর্ণ ও ন্যায্য দাবী তাদের। দাবীগুলি বাস্তবায়ন হলে রাজশাহীর ক্রীড়াঙ্গন পুরনতা পাবে ও ক্রীড়া নগরী হিসেবে গড়ে উঠবে।
এ বিষয়ে সচিব মেজবাহ উদ্দিন বলেন, আপনারা মনে করে দিয়ে ভালো কাজ করেছেন কারণ এগুলি আমাদের কাজ। জরুরী বিধায় অগ্রাধীকার ভিত্তিতে ইন্ডোর স্টেডিয়াম ও সুইমিংপুল ও ফ্লাড লাইট লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানিমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের কোন নথী অনুমোদন না করে ফেরত দেয়না।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ সভাপতি কল্যাণ চৌধুরী, সহ সভাপতি রমজান আলী, শেখ আনসারুল হক খিচ্চু, মোস্তাক হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম সম্পাদক নাজমীর আহমেদ আমান, জেলা ক্রীড়া অফিসার ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেনসহ অন্য সদস্য ও কর্মকর্তাগণ।