ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী যুবলীগ ও সান্তাহার পৌর যুবলীগের আয়োজনে বুধবার ১১ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনের প্রথম প্রহরে কর্মসূচির অংশ হিসেবে সান্তাহার পৌর আওয়ামীলীগ কার্যালয়ে সকাল সোড়ে ৭ টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
সকাল সাড়ে ৮ টার দিকে ১৯৭৫ সালে ১৫ -ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিনের ২য় কর্মসূচির অংশ হিসেবে সান্তাহার পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৪ টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি ও সা:সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায়, আলোচনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক গভর্নর কছিম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় বক্তব্য রাখেন, আবু রেজা খান, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, জি আর এম শাহজাহান, জাহিদ হাসান পিয়াল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস এম জাহিদুল বারি, ডি এম দুলাল, জাহাঙ্গীর আলম, খাইরুল আলম রবিন, বিপ্লব, গুলজার, মাছুম, রাজ্জাক, মুক্তারুজ্জামান, সমাজ খান, সজিব, রকিসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।