ধূমকেতু নিউজ ডেস্ক : কমলা শরীরের জন্য বেশ পুষ্টিকর একটি ফল। এই ফল যেমন পুষ্টিকর ঠিক তেমনি ত্বকের জন্য-এর খোসা বেশ কার্যকর।
কমলা খাওয়ার পর সাধারণত আমরা কমলার খোসা ফেলে দেই। তবে এই কমলার খোসা ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করা যায় তা আমাদের অনেকেরই অজানা। রোদে কমলার খোসা শুকিয়ে ত্বক চর্চায় ব্যবহার করতে পারবেন খুব সহজেই।
কমালার খোসা গুঁড়ার সঙ্গে হলুদের গুঁড়া এবং গোলাপজল ভালো করে মিশিয়ে তৈরি করে নিতে পারেন ফেস প্যাক। এই ফেস প্যাক ত্বকের জন্য বেশ উপকারি। বয়সের ছাপ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এই ফেস প্যাক।
কমলার খোসা গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে ত্বক হয়ে ওঠবে মোলায়েম এবং উজ্জ্বল। ভালো উপকার পেতে এই প্যাক সপ্তাহে অন্তত তিনদিন ব্যবহার করুন।
এছাড়া কমলার খোসা, হলুদ এবং মধু একসঙ্গে মিশিয়ে তৈরি করা ফেস প্যাক ব্যবহার দূর করবে ত্বকে রোদে পোড়া কালচে ভাব। সেই সঙ্গে আপনি পাবেন এক দাগহীন ত্বক।