ধূমকেতু প্রতিবেদক : আজ বিশ্ব পোলিও দিবস। পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়।
১৪ বছর আগে ২০০৬ সালে বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে। সরকারের স্বাস্থ্য বিভাগের সঙ্গে রোটারি ক্লাবের স্বেচ্ছাসেবী কর্মসূচি, নানা শ্রেণি ও সংগঠনের সম্পৃক্ততা, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ সফলতা এসেছে।
সাধারণত পাঁচ বছরের কম বয়সি শিশুরা সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। এ ভাইরাসে আক্রান্ত হলে আরোগ্য লাভের সুযোগ নেই। আক্রান্ত হওয়ার অনেক লক্ষণের মধ্যে গুরুতর লক্ষণ হলো— জ্বর, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গুত্ব।
আক্রান্তের হার বেশি হলে নানা প্রত্যঙ্গে জটিলতা তৈরি হয়। মস্তিষ্কে আঘাত হানে। শেষে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় র্যালি শেষে রোটারিয়ানরা তাদের বক্তব্যে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান মান্নান খান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি রোটারিয়ান শামীম আহমেদ, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহীর সাবেক সভাপতি রোটারিয়ান প্রদীব মৃধা।
রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, রোটারি ক্লাব অব রাজশাহী, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, রোটারি ক্লাব অব রাজশাহী শাইনিং এর যৌথ উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে বিকাল ৫ টার দিকে নগরীর সিএন্ডবি মোড়স্থ শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এক সেমিনারের আয়োজন করা হয়।