ধূমকেতু প্রতিবেদক : পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। বাকসাস কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতরণের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়।
এদিকে, এই সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারীরা কর্মবিরতি পালনে দফতরগুলোতে স্থবিরতা নেমে এসেছে। ফলে দরকারি কাজে এসে ফিরে যাওয়া ভোগান্তি সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি এই কর্মসূচি পালনকালে বাকাসস এর নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে জনপ্রশাসনের আওতায় বর্তমানে অফিস সুপার, সিএকাম ইউডিএ, প্রধান সহকারী, ট্রেজারি হিসাব রক্ষক, উচ্চমান সহকারী এই পদগুলোতে কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। আর স্টেনো গ্রাফাদের ব্যক্তিগত কর্মকর্তা পদের দাবি জানানো হয়। এছাড়া বর্তমানে স্টেনো টাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/পরিসংখ্যান সহকারী, রেকর্ড ক্লার্ক, সার্টিফিকেট সহকারী, একাউন্টেন্ট ক্লার্ক, টাইপিস্ট কপিস্ট এই পদে কর্মরতদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের দাবি জানানো হয়।
অন্যদিকে, ভূমি মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী, হেড এ্যাসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ট, উচ্চমান সহকারী পদে থাকা কর্মীদের প্রশাসনিক কর্মকর্তা পদের দাবি। এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ারদের দাবি সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের।
এসময় উপস্থিত ছিলেন, বাকাসস রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজি, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক মামুন উদ্দিন, কোষাধক্ষ্য মাসুদ করিম প্রমুখ।