ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হীরা খনির ২০ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ডি বিয়ার্স মাইনিং কোম্পানির শ্রমিক।
রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, ভিনেটিয়া হীরক খনি থেকে ওই কর্মীদের নিয়ে ফিরছিল বাসটি। এসময় একটি লরির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন।
গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। প্রাণহানি বাড়বে বলে আশংকা করছে স্থানীয় প্রশাসন।
দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো খনি রয়েছে ভিনেটিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড়। হীরক খনিটি বতসোয়ানা ও জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত। খনিটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে জায়ান্ট ডি বিয়ার্স। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এখান থেকে।
প্রতিষ্ঠানটিতে স্থানীয়রাসহ প্রায় সাড়ে ৪ হাজার কর্মী কাজ করেন।