ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর কোথায় পেল বিএনপি জামায়াতের কর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়েছিল তারা ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু তারা কথা রাখেনি, সন্ত্রাস করেছে। সাংবাদিকদের নির্যাতন করেছে, পুলিশের ওপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেয়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। সাংবাদিক, পুলিশ এবং হাসপাতালে হামলাকারীদের কোনোভাবেই রক্ষা হবে না। দেশের তথাকথিত সুশিল এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় চুপ কেন? ইসরায়েলিদের মতোই হাসপাতালে হামলা করেছে বিএনপি জামায়াত। অনেক গণমাধ্যম বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মসূচিকে আড়াল করার চেষ্টা করেছে।
সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যম মালিকদের। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা করা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।