ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে বাড়ছেই শীত। দিনের তাপমাত্রাও প্রতিদিন উঠানামা করছে। এরই মধ্যে রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুই দিন থেকে রাজশাহী অঞ্চলে সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশার পরিমাণও বেড়েছে অস্বাভাবিকভাবে। সকাল কি সন্ধ্যা বা দুপুর সব সময় ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকছে রাজশাহীর আকাশ। তাপমাত্রার তেমন হেরফের না হলেও শুধুমাত্র ঘুনকুয়াশার কারণে রাজশাহী অঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে মানুষ। আবহাওয় অফিস বলছে এ সপ্তাহ থেকেই রাজশাহী অঞ্চলে আরো তাপমাত্রা কমে আসবে। এতে বাড়বে শীতের তীব্রতা।
রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, দিনের সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা খুব বেশি উঠা নামা করছে না। সর্বনি¤œ তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সর্বোচ্চ তাপমাত্রা নিচে নেমে এসেছে। আর সর্বোচ্চ তাপমাত্রা হু-হু করে নিচে নামছে। একই সাথে বাড়ছে বাতাশের আদ্রতা। উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন। বিশেষ করে ঘনকুয়াশার কারণে দিনে সূর্য দেখা যাচ্ছে না। এতে শীত অনুভুত হচ্ছে বেশি।
তিনি জানান, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর গত বৃহস্পতিবারের চেয়ে সর্বনি¤œ তাপমাত্রা ১ডিগ্রি সেলসিয়াস কমে শুক্রবার ১৬ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। বাতাসের আদ্রতা সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত শতভাগ বিরাজ করছে। এরর আগের দিন রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, দেশের বিভিন্নস্থানে ইতিমধ্যে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। রাজশাহীতেও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহ থেকে রাজশাহীতে শীত বাড়ার সাথে সাথে শৈত্যপ্রবাহ আরো ঘুনিভুত হতে পারে বলেও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।