ধূমকেতু প্রতিবেদক : তীব্র শীতে কাঁপছে রাজশাহী অঞ্চল। হঠাৎ করেই উত্তরাঞ্চলে শীত জেঁকে বসায় দূর্ভোগের শঙ্কায় পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতে যেনো স্থবির হয়ে পড়ছে জনজীবন। গততিন দিন থেকে সারাদিনে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তাপমাত্রা কমে এসেছে অস্বাভাবিকভাবে। উত্তরের হিমেল হওয়ায় তাপমাত্রার পারদ ক্রমেই কমেই যাচ্ছে। রাত থেকে দুপুর অবধি চারপাশে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে উত্তরাঞ্চল। মেঘমুক্ত আকাশে কমেছে জলীয়বাষ্পও। সঙ্গে যোগ হয়েছে শীতল হাওয়া। কনকনে ঠান্ডার সঙ্গে বয়ে যাওয়া হিম বাতাসে উত্তরাঞ্চলের মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
শীতে এই অঞ্চলের প্রতিটি জেলার মানুষের রোজকার ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ আর গরিব-দুস্থরা। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন যাচ্ছে অহসায় মানুষদের। এছাড়া বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। গত কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে শীতের কারণে এমন স্থবিরতা দেখা দিয়েছে। কয়েকদিন মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও তা কিছু সময়ের জন্য স্থায়ী হয়। জীবিকার সন্ধানে যারা ঘর থেকে বের হচ্ছেন সেইসব দিনমজুর ও খেটে খাওয়া মানুষ যে যার সাধ্য অনুযায়ী নিজেকে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়ে। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরিধান করে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে। বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে রাত ১০টার পর পুরো রাজশাহী অঞ্চল জনশূণ্য হয়ে পড়ছে। অতিপ্রয়োজন ছাড়া শহরের বসবাস করা মানুষ বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট থাকছে পুরোটাই ফাঁকা।
রাজশাহী আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শুক্রবারের চেয়ে শনিবার দিনের তাপমাত্রা ২ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। শনিবার দিনের সর্বনি¤œ তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ১৪দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা দিনভর শতভাগ বিরাজ করেছে।
এদিকে, শীত বাড়ায় হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। বিশেষত শিশু ও বয়স্করা বেশি আসছেন হাসপাতালে। উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। হিমালয়ের নিকটবর্তী এ জেলার গ্রাম থেকে শহর আচ্ছন্ন হয়ে আছে ঘন কুয়াশায়। শীতে কাবু হয়ে পড়েছেন জেলার চার শতাধিক চরাঞ্চলের হতদরিদ্র মানুষ। তীব্র শীতে বেশি বিপাকে পড়েছেন নদীগর্ভে বসতভিটা হারা মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে মৃদু বাতাস। শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা রাজশাহী জেলা। তীব্র কুয়াশায় দু’হাত দূরের রাস্তাও দেখা যাচ্ছে না। শীতবস্ত্রের অভাবে ঠান্ডায় কাঁপছেন চরাঞ্চলের মানুষ। উত্তরের জেলা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রামের মতো পঞ্চগড়েও তীব্র শীত পড়েছে। শীতের কারণে বিপর্যয়ে পড়েছে মানুষ।
এদিকে, শীত বাড়ায় রাজশাহীর সরকারী বেসরকারী হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগির চাপ বেড়েছে। বিশেষ করে মেডিসিন বিভাগ ও শিশু বিভাগের ওয়ার্ডগুলোতে রোগির চাপ বেশি। আগের তুলনায় গত কয়েকদিন থেকে অনেক বেশি রোগি ঠান্ডাজনিত রোগ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হচ্ছে। বয়স্ক ও শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীতজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর-সর্দি। গত এক সপ্তাহ আগেও রামেক হাসপাতাল মেডিসিন ও শিশু বিভাগের ওয়ার্ড ফাঁকা দেখা গেলেও এখন রোগিরা বেড না পেয়ে রোগিরা জায়গা নিয়ে হাসপাতালের মেঝেতে। এখন পর্যন্ত ডায়রিয়ার তেমন প্রাদূর্ভাব দেখা না দিলেও শিশুরা শীত জনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত হতে শুরু করেছে। তবে রামেক হাসপাতাল থেকে বলা হচ্ছে শীত বাড়লে রোগি পরিমাণ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে আগে থেকেই বাড়তি রোগির চিকিৎসার জন্য প্রস্তুতি নেয়া আছে।
রিকশাচালক শরিফুল জানান, কয়েকদিন ধরে কনকনে শীত শুরু হয়েছে। ঠান্ডায় রিকশা চালানো যাচ্ছে না। যাত্রীও কমে গেছে। মানুষ দরকার ছাড়া ঘর থেকে বের হয় না। আমিনুল নামে ঠাকুরগাঁও সদর উপজেলার এক কৃষক জানান, কয়েকদিন ধরে রোদ না থাকায় ঠান্ডা এতো বেড়েছে যে মাঠে কোনো কাজই করা যাচ্ছে না। রোদ না থাকায় গরু-ছাগল নিয়েও বিপদে আছেন। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে রবিশস্য। ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গত তিনদিন ধরে সূর্য দেখা যায়নি। উপজেলা সদরের বাসিন্দা রফিকুল জানান, ‘হামার মতো গরিবদের জন্য গরমেই ভালো। পাতলা ছিড়া কাপড় গাওত দিয়া থাকা যায়। ঠান্ডাত মোটা কাপড় নাই।’ ঢাকা থেকে ছেড়ে আসা কোচ-ট্রাকগুলো হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে। প্রতিটি গাড়ির গতি ছিল অনেক কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
অপরদিকে শীত বাড়লেও শীতার্তদের পাশে দাঁড়ায়নি কেউ। এতে ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। এখন পর্যন্ত রাজশাহী অঞ্চলে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। এমনকি শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায়নি কোনো সংগঠন। অন্যান্য বছর ডিসেম্বর মাস থেকে শীতার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষে শীত বস্ত্র গরম কাপড় বিতরণ করা হলেও এবার এখনো শুরু হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগেও এখনো শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি। এতে শীতের গরম কাপড়ের অপেক্ষায় প্রহর গুনছেন রাজশাহী অঞ্চলের ছিন্নমূল মানুষ।