ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে পুত্রবধূকে সঙ্গে নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী।
বাদহি জেলার পুলিশ সুপার রাম বদন সিং রোববার গণমাধ্যমকে জানান, ছোট পুত্রবধূর সঙ্গে পরকীয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বড় পুত্রবধূকে নিয়ে তার স্ত্রী তাকে হত্যা করেছে। খবর এনডিটিভির।
কইরানা থানার পাশে একটি গ্রামে শনিবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত ওই ব্যক্তির স্ত্রী পুলিশকে জানান, তাদের চার ছেলের সবাই দিল্লিতে শ্রমিকের কাজ করে। এদের মধ্যে বড় দুজনকে বিয়ে করিয়েছেন।
বিয়ের পর দুই পুত্রবধূ তাদের সঙ্গে গ্রামেই বসবাস করতেন। এদের মধ্যে ছোট পুত্রবধূর সঙ্গে তার স্বামী পরকীয়া জড়িয়ে পড়ে।
বিষয়টি টের পেয়ে তিনি স্বামীকে বকাঝকা করেন এবং ছোট পুত্রবধূকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। এ কাজে বড় পুত্রবধূ তাকে সহযোগিতা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও বড় পুত্রবধূকে পিটিয়ে বাড়িছাড়া করেন ওই ব্যক্তি। শ্বশুরের প্রহারে বড় পুত্রবধূর একটি চোখে মারাত্মক চোট পান।
এ ঘটনার ৫ দিন পর শনিবার আবারও ওই ব্যক্তি বাপের বাড়ি থেকে ছোট পুত্রবধূকে নিয়ে এলে ওই দিন রাতে তাদের পরকীয়ার সময় ধারালো অস্ত্র নিয়ে স্বামীর ওপর হামলা চালান তার স্ত্রী।
স্বামী হত্যার দায়ে মামলা করে পুলিশ ওই গৃহবধূ এবং তার বড় পুত্রবধূকে গ্রেপ্তার করেছে।