ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত একমাসের ব্যবধানে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় ৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হলো। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে । লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, লাশটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে লাশের বয়স, মৃত্যুর কারন ও লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। এর আগে গত ১৯ অক্টোবর শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। একইভাবে ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পাবনা নৌ পুলিশ। পরিচয় না পাওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। কাকতলীয়ভাবে ৩টি লাশই শনিবার উদ্ধার হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew