IMG-LOGO

মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় অটো হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থীবরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবসবাগমারায় আল-আকসা ইসলামী ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ফ্রি হেল্থ ক্যাম্পলালপুরে নজরুল নগর মডেল কলেজেরএকাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপননিয়োগ দেওয়া ডিলার পাঁচ দিন পর বাতিল করলেন প্রশাসন,প্রতিবাদে মানববন্ধনসাংবাদিক আজগরের পিতার মৃত্যুতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির শোকরাণীনগরে বিএনপি নেতার ইন্তেকালঅসামাজিক কাজে ধরা সার্জেন্ট সবুজকে প্রত্যাহারনিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২শ্যালিকা বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিদাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের‘আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক’আ.লীগ উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন্ শেখ হাসিনার কাছে জবাব চান, কেন পালালেননিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী‘আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে’
Home >> কৃষি >> টপ নিউজ >> বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবস

বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবস

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল ও কমপানি নির্ভর স্থানীয় ধানবৈচিত্র্য নির্বাচনে কৃষক নেতৃত্বে জাত বাছাই কার্যক্রমের গবেষণা প্লট থেকে তালমুগুর, স্বর্ণ মাশুরী ও স্বর্ণ রতাসহ ৫ ধরনের ধানজাত নির্বাচন করলো কৃষকগণ।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার তেতুলিয়া ডাঙ্গা গ্রামের কৃষক- কৃষাণীগণ ১৪ টি স্থানীয় ধানবৈচিত্র্য থেকে চুড়ান্ত ধানজাত নির্বাচনের জন্য কৃষক মাঠ দিবসের আয়োজন করেন। গবেষণা মাঠ থেকে ধান কাটা ও মাড়াই করে , রোগ পোকা এবং ফলন সহ সার্বিক দিকগুলো বিবেচনা করে কৃষকগণ তালমুগুর, স্বর্ণ মাশুরী, জেসমিন, স্বর্ণ লতা সহ তোলাই পাঞ্চি মিলে মোট ৫টি জাত নির্বাচন করেন। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তেঁতুলিয়া ডাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে চলতি আমান মৌসুমে কৃষক নেতৃত্বে প্রায়োগীগ কৃষি গবেষণার অংশ হিসেবে স্থানীয় ধানজাত বৈচিত্র্য গভেষণা কার্যক্রমটি পরিচালিত হয়। স্থানীয় কৃষক মো: সোহেল রানা পরিচালনায় ৬ কাঠা জমিতে মোট ১৪টি জাত নিয়ে এই গবেষণা কার্যক্রম পরিচালনা হয়।

জাতগুলো হলো খিরকন, রঘুশাইল, রুপশাইল, তালমুগুর, হলদে বাটালী, বাশমতি, স্বর্ণমাশুরী, তোলাই পাঞ্জি, নাড়িকেলমুচি, হরিরাজ, রতœা, চারুলতা, জেসিমিন, স্বর্ণলতা। মূলত বরেন্দ্র এলাকা উপযোগী বিভিন্ন পুরাতন ধানজাত সংরক্ষণ – প্রসার ও উন্নয়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে বীজের সার্বভৌমত্ব, নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার কাজটি পরিচালনা হয়ে আসছে।
ধানবৈচিত্র্য বাছাই এর কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অবসর প্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলামসহ বরেন্দ্র অঞ্চলের প্রায় ৪৫ জন কৃষক-কৃষাণী।


ধানজাত গবেষণা পরিচালনা কারী কৃষক মোঃ সোহেল রানা বলেন- গবেষণা প্লটে আমরা কোন ধরনের রাসায়িনিক সার ও কীটনাশক ব্যবহার করিনি। দেশি ধান জাতে সার কম লাগে, রোগ পোকাও কম লাগে। আমারা সব বিবেচনায় তালমাগুল ধানটির ফলন বেশি পেয়েছি, এতে রোগ পোকার আক্রম কম এবং ফলনও বিঘায় প্রায় ১৬ থেকে ১৭ মন হবে। এ ছাড়াও কিছুজাত আমরা ভালো হবে বলে আগামীতে চাষবাদ করবো।


পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন- কৃষক যদি নিজে বীজ উৎপাদন করে , বীজ রাখে তাহলে বীজ সংকট কম হবে। বারসিক গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন- স্থায়ীত্বশীল ও পরিবেশবান্ধব কৃষির জন্য কৃষকের সক্ষমতা এবং জ্ঞানকে মূল্যায়ন করা দরকার, একই সাথে কৃষকের আগ্রহ এবং তাঁদের জ্ঞানকে গরুত্ব দিতে হবে। বীজের অধিকার, বীজ উৎপাদনসহ কৃষির সার্বিক দিকগুলো কৃষকদের হাতে থাকা দরকার। কৃষক মাঠ দিবসে অংশ গস্খহণ করেন বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত কুমার সরকার, সহযোগী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930