ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ ০৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবস’ ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা আন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক এর সভা কক্ষে আলোচনা সভা এবং রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজনসহ মোট দশ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি) ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মুহা: আশরাফুল আলম, সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক। সভাপতিত্ব করেন রাজশাহী জেল প্রশাসক আফিয়া আখতার। স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ এবং “বেগম রোকেয়া দিবস’-এর তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ‘জয়িতা আন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত পাঁচ জন এবং জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজনসহ মোট দশ জন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাকে ফুলের মালা ও উত্তোরীয় দিয়ে বরণ করা হয়। সেইসাথে তাদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট ও জয়িতা লোগো সম্মলিত মগ উপহার স্বরূপ প্রদান করা হয়।
জেলা পর্র্যায়ে জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রিপা খাতুন, শিক্ষা ও চাকুরীতে সাদিয়া ইয়াসমিন, সফল জননী দিনা জহুরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী ইয়াসমিন আক্তার, সমাজ উন্নয়নে বিলকিস বেগম। সিটি কর্পোরেশন এলাকা হতে যারা জয়িতা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জান্নাতুন নাহার আভা, সফল জননী সাহেরা বানু ও সমাজ উন্নয়নে মৌসুমী আক্তার। এদিকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী তারা উভয়ে জেলা ও মহানগরে যৌথভাবে জয়িতা হয়েছেন। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন নারী-পুরুষের উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew