ধূমকেতু প্রতিবেদক,নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে নানা আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তী পালিত হয়েছে। আজ শনিবার সমাপনি দিবসে সকাল সাড়ে ৯টায় সম্মানিত অতিথি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে মিলিত হয়। “মিলি হাজার স্মৃতির মেলায়”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ শেষে মূল মঞ্চে অতিথিদের বরণ করা হয়।
এসময় অনুষ্ঠানের আহবায়ক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উদযাপণ পরিষদের যুগ্ন আহবায়ক আবু তাহের খোকন এবং এসএ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রুপা নূর এর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইমেরিটার্স অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন।
বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে হাজারো স্মৃতির মাঝে স্মৃতিচারণ করেন, সুবর্ণ জয়ন্তী উদযাপণ পরিষদের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু, খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াশিন আলী, সাবেক সহকারী শিক্ষক এ্যাডভকেট মইনুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান। পরে বিদ্যালয়ে কর্মরত, অবসরপ্রাপ্ত, নিহত ও বদলী শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সন্ধায় স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew