ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে আলু সংরক্ষণে কোল্ড স্টোরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২রা ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখা আমির অধ্যাপক জি, এ, এম, আব্দুল আওয়াল।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা শাখার সভাপতি শামীমুল ইসলাম মুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজোহা।সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, কাজেম উদ্দিন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, শহীদ জিয়া প্রজন্মের জেলা সভাপতি এম,আফজাল হোসেন সুমন, রাজশাহী আলু চাষী সমিতির কোষাধ্যক্ষ ও মোহনপুর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক ইউনুচ আলী, মোহনপুর আলু চাষী সমিতির সভাপতি তোফায়েল আহমেদ,
উপজেলা সমিতির কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম কারি,বড়গাছী আলু চাষী ইমরান আলী, বায়ার আলু চাষী আনারুল ইসলাম, নওহাটার আলু চাষী গাফফার হোসেন, সাজ্জাদ, তানোর আলু চাষী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নওহাটার হাসিবুর রহমান, তানোরের আলু চাষী লিমন, ধুরইলের আলু চাষী হাবিবুর রহমান, শহিদুল, মৌগাছীর আলু চাষী রেজাউল ও সালাউদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্টোর কর্তৃপক্ষ সিন্ডিকেট করে আলু চাষীদের জিম্মি করছে। তারা বলেন, গত বছর ষ্টোর গুলোতে প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২’শ ৫৫টাকা। এ বছর অগ্রীম বুকিং স্লিপ কাটার সময় প্রতি বস্তার রেট ধরা হয়েছে ২’শ ৮৫ টাকা। তারপরও কৃষকরা কোনো প্রতিবাদ করেননি। কিন্তু এখন স্টোর কর্তৃপক্ষ বলছেন ষ্টোর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। গত বছর ছিলো প্রতি কেজি ৪ টাকা। এ বছরে যা চাষী ও ব্যবসায়ীদের প্রতি জুলুম ও অন্যায়ের সামিল। প্রতিবাদ সভায় আলু চাষী কৃষক ও ব্যবসায়ীরা বলেন স্লিপ কাটার সময় যে রেট ধরা হয়েছে তার বেশী করায় আজ, মহাসড়কে অবরোধ করে কৃষকরা আলু ঢেলে কান্নাকাটি ও রাস্তায় গোড়াগড়ি করে আন্দোলন করেন। পরিশেষে বক্তারা জানান দাবি না মানলে কৃষকদের নিয়ে কোল্ড স্টোরেজ ঘেরাও করে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।
এ বিষয়ে তানোর আমান কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত বছর প্রতি ৫০ কেজির বস্তার ভাড়া ছিলো ৩’শ টাকা এবং লেবার খরচ ১৫ টাকা। কিন্তু আলু চাষী ও ব্যবসায়ীরা ৫০ কেজি আলুর পরিবর্তে ৭০ কেজি থেকে ৮০ কেজি করে আলু রেখেছে, যা সরকারী নিয়ম বহির্ভূত। এ বছর সরকার কর্তৃক বাংলাদেশ কোল্ড স্টোর এ্যাসোসিয়েশন কর্তৃক আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫০কেজির বস্তা) প্রতি কেজি ৮ টাকা। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews