ধূমকেতু প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং মরহুমা আসমা বেগম ও মরহুম সারোয়ার হোসেন ডাবলুর স্মৃতি স্মরণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চন্ডিপুর প্রেসক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহŸানে ও নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়।
মেয়র আরো বলেন, ‘নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। মহামারি করোনার মধ্যেও দেশের উন্নয়ন-অগ্রগতি থেমে নেই। উন্নয়নে বিশে^র বিস্ময় এখন বাংলাদেশ।
একতা ডিজিটাল নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জহুরুল ইসলাম রুবেল ও আলী হোসেন তুষার। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন আলতাব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।