ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানের উপকূলে টাইফুনের মধ্যে ৪৩ ক্রু ও ছয় হাজার গরু নিয়ে একটি কার্গো সাগরে ডুবে গেছে। এর আগে সহায়তা চেয়ে জাহাজটি থেকে বিপদসংকেত দেয়া হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে। বুধবার ভোরের দিকে আমামি ওশিমা দ্বীপের পশ্চিমে ১৮৫ কিলোমিটার দূর থেকে বিপদসংকেত দিয়েছিল দ্য গালফ লাইভস্টক ওয়ান।
গত বুধবার রাতে কোস্টগার্ডের সদস্যরা বেঁচে যাওয়া এক ব্যক্তির অবস্থান শনাক্ত করতে পেরেছেন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি একজন ফিলিপিনো প্রধান কর্মকর্তা।
তিনি বলেন, লাইভ জ্যাকেট পরে আমি সাগরে ঝাঁপ দিই। এর আগে জাহাজ থেকে বিপদসংকেত দেয়া হয়েছে।
এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় সাগরের ঢেউ এসে কার্গোটিকে উল্টে দেয়। পরে সেটি ডুবে যায়।
কিন্তু কখন কোথায় জাহাজটি ডুবেছে, তার বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। কিন্তু উদ্ধার হওয়া ব্যক্তি জানান, উদ্ধার হওয়ার আশায় তিনি যখন অপেক্ষা করছিলেন, তখন অন্য ক্রু সদস্যরা তার চোখে পড়েনি।
ঝড়ের কারণে সাগরে প্রচণ্ড ঢেউ ও প্রবল বাতাস বইছে। এর মধ্যেই নিখোঁজ জাহাজ ও এর ক্রুদের সন্ধানে বিমান এবং টহল জাহাজযোগে তল্লাশি শুরু করা হয়েছে।
মালবাহী ওই জাহাজটিতে ফিলিপিন্সের ৩৯ জন, নিউজিল্যান্ডের দুজন ও অস্ট্রেলিয়ার দুজন নাবিক ছিলেন।
নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গালফ লাইভস্টক ওয়ান ১৪ আগস্ট নিউজিল্যান্ড থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, গন্তব্যে পৌঁছতে ১৭ দিন লাগবে বলে ধরে নেয়া হয়েছিল।
বুধবার রাতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ আমামি ওশিমার পশ্চিম দিকের সাগর থেকে জাহাজটি একটি বিপদসংকেত পাঠায়।
ফিলিপিন্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের ওসাকা শহরের কনস্যুলেটের মাধ্যমে তারা ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছে আর স্থানীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ‘সহযোগিতা’ করছে।
জাপানের কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধেয়ে আসা টাইফুনের আগেই তারা দ্বিতীয় আরেকটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করছে।
গালফ লাইভস্টক ওয়ান ১৩৯ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। ২০০২ সালে জাহাজটি তৈরি করা হয়েছিল।