ধূমকেতু নিউজ ডেস্ক : দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিয়ে অনেক দিন পর জয়ে ফিরলো স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতেছে রিয়াল। জোড়া গোল করেন করিম বেনজেমা, একটি করে এদেন আজার ও কাসেমিরো। আলাভেসের গোলটি করেন রিয়ালের সাবেক স্ট্রাইকার হোসেলু।
এবার বেশ কঠিন সময় পার করছে রিয়াল। কেউ না কেউ চোটের জন্য বাইরে থাকছেনই। তারওপর এবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে দলের সঙ্গে নেই কোচ জিনেদিন জিদান। মাঠের ফল ভীষণ হতাশাজনক।
সব প্রতিযোগিতা মিলে সবশেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটি। লা লিগার শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করেছে প্রতিযোগিতার সফলতম দলটি। অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেছে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে। পরে একই ব্যবধানে তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে বিদায় নেয় কোপা দেল রের শেষ ৩২ থেকে।
এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। লা লিগায় ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে দলটির পয়েন্ট ৪০। দুই ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমেওনের দল আতলেতিকো মাদ্রিদ।