ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে লম্বা হচ্ছে হচ্ছে লাশের সারি। গত তিনদিন করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও গত ২৪ঘন্টায় এ বিভাগে ৫জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তও বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গত ২৪ঘন্টায় নাটোরে একজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছে। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৮ জন।
বুধবার এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৫৫ জন। বিশেষ করে আবারো করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় শঙ্কা প্রকাশ করছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে মানুষের মাঝে সচেতনতার বিষয়টি একেবারে উদাসিনতায় পরিণত হয়েছে। যার কারণে আবারো করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। বুধবার এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে জেলার গোদাগাড়ী উপজেলার দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন এবং নাটোরের একজনের করোনা শনাক্ত হয়েছে। দুই ল্যাবে রাজশাহীর নতুন ছয় জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৬৮৪ জন। এর মধ্যে ৩ হাজার ৪৪৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।
এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নাটোরে ২ জন ও বগুড়ায় ৩৮ জন। তবে নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৬ জন, নওগাঁয় ১ হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯৩ জন, জয়পুরহাটে ১০০৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৩ জন, নাটোরে ৬৮৮ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও পাবনায় ৯৩৩ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৪৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৮৩ জন, নাটোরের ৬৮৮ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জের এক হাজার ৩৪৩ জন এবং পাবনার ৯৩৩ জন করোনামুক্ত হয়েছেন।