ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে বর্তমানে আদালতে চলমান রয়েছে ৫ হাজার মামলা। দিন দিন এ মামলার সংখ্যাও বাড়ছে। মামলা সামলাতে এবার নিজস্ব আইনজীবী নিয়োগের পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বাংলাদেশ জার্নালের সঙ্গে ফোনালাপে এমন তথ্য জানিয়েছেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।
অধিদপ্তর সূত্র জানায়, সরকারি স্কুল জাতীয়করণ করার ফলে অনেকেই আদালতে নানা কারণে মামলা করেছেন। ফলে মামলাজট বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মামলার মেরিট না থাকার পরও নিজস্ব আইনজীবী সংকটে মামলার নিষ্পত্তির সময় দীর্ঘ হচ্ছে। ফলে মামলার জট বাড়ছে দিন দিন ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গতবার শিক্ষক নিয়োগে মহিলা কোটা পূরণ হয়নি। দেখা যায়, অনেক মহিলা আবেদনকারী নিজেকে যোগ্য দাবি করে আদালতে মামলা করেছেন। একজন সহকারী শিক্ষা কর্মকর্তা অবসরে গেছেন ২০১২ সালে। হঠাৎ তিনি দাবি করছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা সনদধারী। অথচ চাকরির আবেদনে ও চাকরিকালীন সময়ও তার কোন নির্দিষ্ট তারিখে এমন কোন আবেদন ডিপিইতে বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জমা দেননি।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা হলে সরকারি চাকরি একবছর বেশি করা যায়। এখন আদালত যদি তার পক্ষে রায়ও দেয় ২০২১ সালে এসে তিনি কি চাকরি করবেন? এরকম অনেক মেধাহীন মামলার বিরুদ্ধে অধিদপ্তরকে লড়তে হচ্ছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন শাখার সহকারী পরিচালক আতাউর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, মামলাগুলো এখন থেকে ডিজিটালাইজ করার উদ্যোগ নেয়া হচ্ছে। সফটওয়ার উন্নয়নের কাজ চলছে। ডিজিটাল এ প্রক্রিয়াটি চালু হলে মামলা পর্যবেক্ষণ, ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে। ফলে মামলার বাদী-বিবাদী উভয়ই উপকৃত হবেন। তবে আশার কথা হচ্ছে মামলা লড়তে এবার প্যানেলের মাধ্যমে আইনজীবী নিয়োগ সম্পন্ন হলে বিষয়টি গতিশীল হবে।
বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, আইনজীবী নিয়োগ দেয়া হলে শিক্ষকরা উপকৃত হবেন। মামলার দীর্ঘসূত্রিতাও দূর হবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, সর্বশেষ যে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলো এতে দেখা গেছে অনেকেই নিজেকে শিক্ষক দাবি করে মামলা করেছে। এর সংখ্যাই সবচেয়ে বেশি। এমনকি চাকরি সংক্রান্ত ও কোটা নিয়েও অনেক মামলা রয়েছে। এছাড়াও দপ্তরী কাম প্রহরীরাও জাতীয়করণের জন্য মামলা করেছে। তবে আমরা আগামী সাত দিনের মধ্যে তিনজন আইনজীবী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবো। এরমধ্যে আমরা আইনজীবীদের সঙ্গে বসে তাদের শর্তগুলো যাচাই-বাছাই করে অনুমোদনও দিয়েছি।