ধূমকেতু প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষাণা করেছে সরকার। আর আগামী ১৪ এপ্রিলই পহেলা বৈশাখ। এই বৈশাখকে ঘিরে দেশের সকল স্থানে চলে নানা আয়োজন আর বিভিন্ন অনুষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে কঠোর ও সর্বাত্মক লকডাউন ঘোষাণা। এই কারণে এবার কোন ধরনের আয়োজন অনুষ্ঠান মেলা হবে না জানতে পেরেছেন ৬১ বছর বয়সী সুশান্ত পাল। তাই নেই তার ব্যস্ততা। সকালে শুয়ে বসে থেকে কাটে সময়। আর বিকেল হলেই এলাকার চা-পানের দোকানে বসে গল্প করে সময় পার করছেন সুশান্ত কুমার পাল।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই প্রতিবেদক এবং ফটো সাংবাদিক ছুটে যান শখের হাঁড়ি নামক সুশান্ত কুমার পালের বাড়ীতে। বাড়ীর বাইরে দেখা মিলে সুশান্তের ছেলে সঞ্জয় ও ছেলের বোউ মুক্তি রানী পালের। তারা তৈরী করছেন কলস ও রুটি তৈরীর তাওয়া। তাদের জিজ্ঞাসা করতেই উত্তরে বলেন বাবা (সুশান্ত পাল) বাড়ীতে নেই। কিছুক্ষণ পর ছেলে সঞ্জয় পাল ডেকে আনলেন বাবা সুশান্ত পালকে।
তাকে কাছে জানতে চাইলে তিনি বললেন- ‘এবার তো মেলা হচ্ছে না। আপনাদের ছবি তোলার মতো শখের হাঁড়ি বাইরে নেই। আপনারা চলে যান। যে হাঁড়িগুলো আছে, সেগুলো কবরের পুরোনো কাগজ আর পলিথিন দিয়ে প্যাকেট করে বস্তায় ভরে রেখেছি। এসময় কথা বলতে বলতে বাড়ির ভেতরে নিয়ে যান সুশান্ত পাল। বাড়ির ভেতরে দেখা যায় উঠানে বেশ কিছু শখের হাঁড়ি রৌদে শুকাতে দেওয়া হয়েছে।
মেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছর বৈশাখী মেলা, লোক কারুশিল্প মেলাসহ বিভিন্ন স্থানের মেলায় অংশ নিই। সেই মেলাগুলোতে শখের হাঁড়ির দোকান বসাই। সেইসব মেলায় শখের হাঁড়ি বিক্রি করেই সারা বছর সংসার চলে আমার। গত বছর আর এই বছর মিলে দুই বার মেলা হচ্ছে না। এতে করে ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়ে গেছে। গত ৭ দিন পূর্বে ঢাকা থেকে এসেছি। ঢাকার সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্পী মেলায় শকের হাঁড়ির স্টল নিয়েছি। সেগুলো বেশি বিক্রি হয়নি। সেখানেই পরে আছে শখের হাঁড়িগুলো। এবারও মেলা হচ্ছে না। সেজন্যে মনের মাধুরী রং মিশিয়ে তৈরি করা হাঁড়িগুলো, পলিথিন ও খবরের কাগজে জড়িয়ে বস্তায় ভরে রেখেছি। যেনো নষ্ট না হয়। সরেজমিনে গতকাল রোববার বিকালে রাজশাহীর পবা উপজেলার বসন্তপুরে কারুশিল্পী সুশান্ত পালের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে এসময় তৈরী হচ্ছে কলস, ছোট ছোট হাড়ি, রুটি তৈরির তাওয়া, ঢাকুন, পুতুল ইত্যাদি। কঠোর লকডাউনে এগুলো তৈরী হচ্ছে জানতে চাইলে তিনি সেগুলো পাড়া-মহল্লায় বিক্রি করবেন বলে জানান সুশান্ত পাল।
উল্লেখ্য যে, রাজশাহীর পবা উপজেলার বসন্তপুরে বেশ কিছু পাল বংশ রয়েছে। তাদের মধ্যে শ্রী সুশান্ত কুমার পাল অন্যতম। সুশান্ত পাল বাপ-দাদার পেশা ছাড়তে পারেননি। সুশান্ত পালের বয়স এখন প্রায় ৬১ বছর। এখনো স্ত্রী মমতা রানী পাল, দুই ছেলে সঞ্জয় কুমার পাল ও মৃত্যুঞ্জয় কুমার পাল, এক মেয়ে সুচিত্রা রানী পাল এবং দুই ছেলের স্ত্রী মুক্তি রানী পাল ও করুণা রানী শখের হাঁড়ির কারুশিল্পী। তার ভাই সন্তোষ কুমার পাল ও ভাতিজা সুকেশ কুমার পালও রয়ে গেছেন এই পেশায়।