ধূমকেতু নিউজ ডেস্ক : ইনিংসের চতুর্থ ওভারে বোলিং এসেই সাফল্য পেলেন মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়েলসকে ব্রেক থ্রু এনে দিলেন বাংলাদেশ সেরা এ পেসার। তার গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ। তার বিদায়ের মধ্য দিয়ে ৩.৫ ওভারে ২৫ রানে প্রথম উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। প্রথম ওভারে মাত্র ৩ রানে এক উইকেট শিকার করেন কাটার মাস্টার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ১২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এই ম্যাচের আগে নিজেদের প্রথম দুই খেলায় একটিতে জয় আর একটিতে হেরে যায় চেন্নাই-রাজস্থান। আজ নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ময়দানি লড়াইয়ে নেমেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই আর সাঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান।
অতীতে ২৩ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তার মধ্যে ১৪ ম্যাচে জয় পায় চেন্নাই আর ৯ ম্যাচে জয় পায় রাজস্থান।
চেন্নাই সুপার কিংস: ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কওয়াদ, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।
রাজস্থান রয়েলস: জস বাটলার, মেনন ভোহরা, সাঞ্জু স্যামসন, শুভমন দুবে, ডেভিড মিলার, রায়ান পরাগ, রাহুল তিওয়াতি, ক্রিস মরিস, জাভেদ উনাদকাট, চেতন শাকারিয়া ও মোস্তাফিজুর রহমান।