ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র উদ্যোগে অন্যান্য দিনের ন্যায় আজ ২৫ রমজানেও ২শতাধিক দু:স্থ ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ইফতার পূর্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, লাইব্রেরী বাজার, কাশিপুর মোড়ে এ সকল ইফতার বিতরণ করেন এমপির বিশেষ সহকারি ও পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলার আরফিন রুবেল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রকি,সহ সভাপতি নাসির, সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।